জেলা শিক্ষা অফিস শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠান। ১৯৬৭ সালে জেলা শিক্ষা অফিসারের পদ সৃষ্টির পর থেকে মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জেলা শিক্ষা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ময়মনসিংহ বিভাগের ০৬ টি জেলার মধ্যে শিক্ষা প্রতিষ্টানের দিক থেকে সর্ববৃহৎ ও সমগ্র দেশের মধ্যে অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহ। জেলার শিক্ষার হার ৬৮%(পুরুষ ৪১.০৯% ,মহিলা ৫৪%) বর্তমানে অত্র জেলায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১০৫টি,৯ম শ্রেণীর অনুমতি প্রাপ্ত বিদ্যালয় ৭২ টি,মাধ্যমিক বিদ্যালয় ৪০৪ টি,স্কুল এন্ড কলেজ ১৩ টি,উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩১ টি,ডিগ্রী কলেজ ২৭টি(সরকারি ৩ টি,বেসরকারী ২৪ টি),বিশ্ববিদ্যালয় কলেজ ২টি(সরকারী), বিশ্ববিদ্যালয় ২টি(সরকারী),মেডিক্যাল কলেজ ২ট(সরকারী ১টি,বেসরকারী ১টি),ক্যাডেট কলেজ ১টি,চারুকলা ইনষ্টিটিউট ১টি,হোমিওপ্যাথিক কলেজ ১টি,ইঞ্জিনিয়ারিং কলেজ ১টি,কারিগরি শারীরিক মহাবিদ্যালয় ১টি,ভোকেশনাল ইনষ্টিটিউট ২টি,শিক্ষা মহাবিদ্যালয় ১টি,কামিল মাদ্রাসা ৪টি,ফাজিল মাদ্রাসা ৪৭টি,আলিম মাদ্রাসা ৪২টি,দাখিল মাদ্রাসা ২৯৫টি,আর্ট স্কুল ১টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস