কি সেবা কিভাবে পাবেন
ক্রম নং | প্রদেয় সেবার বিবরণ | সেবা গ্রহীতার করণীয় | সেবা প্রদানকারীর করণীয় | কার্যসম্পাদনের সময়সীমা |
০১ | নতুন শিক্ষক/কর্মচারীদের এমপিওভূক্তির আবেদন অগ্রায়ণ | ১. শিক্ষক/কর্মচারী তথ্য বিবরণী ২. স্বীকৃতিপত্র ৩.কমিটির চিঠি ৪. শেষ বিলের কপি ৫. শেষ এমপিও কপি ৬. রেজুলেশন ৭. বিশ কলাম ফরম ছকপত্র ৮.সংযোজনী ‘ক’ (নিয়োগ তথ্যাবলী ৯. এমপিওভূক্তির তথ্য ছক পূরণ ১০. নিয়োগ বিজ্ঞপ্তির মূল পত্রিকা ১১. নিয়োগ ও যোগদানপত্র ১২. ব্যাংক হিসাব খোলার রশিদ ১৩. ডিজি প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত পত্র ও মন্ত্রণালয় কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্রাদিসহ আবেদনপত্র জেলা শিক্ষা অফিসে জমাদান। উল্লেখ্য, শিক্ষক/কর্মচারী বিবরনী, পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি এবং নির্বাচনী পরীক্ষার ফলাফল সিটের মূলকপি জমা দিতে হবে। | সকল কাগজপত্রাদি যাচাই বাছাই করে মহাপরিচালক, মাউশি, ঢাকা মহোদয় বরাবর প্রেরণ করা। | ১৫ কর্মদিবসের মধ্যে |
০২ | শ্রেণি শাখা খোলা বিষয়ে পরিদর্শণ প্রতিবেদন প্রেরণ | ফরম নং ১৩১৫-এ প্রতিষ্ঠান প্রধানের আবেদনপত্রসহ অত্র কার্যালয়ে জমাদান। | প্রতিষ্ঠান পরিদর্শণ করে প্রতিবেদন শিক্ষা বোর্ডে প্রেরণ | পত্র প্রাপ্তির ০১ মাসের মধ্যে |
০৩ | প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বিষয়ে মতামত প্রদান | ১. শিক্ষক/কর্মচারীর তালিকা ২. স্বীকৃতিপত্র ৩.কমিটির চিঠি ৪. পদশূন্য কিনা এবং প্রস্তাবিত পদের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা এই সম্পর্কে প্রত্যয়ন ৫. শেষ বিলের কপি ৬. শেষ এমপিও কপি ৭. রেজুলেশন ৮. বিশ কলাম ছকপত্র ইত্যাদি পূরণ করে জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন। | সকল কাগজপত্রাদি যাচাই বাছাই করে মতামত প্রদান করা। | প্রতি কর্মদিবসে |
০৪ | এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনয়ন | ১. এডহক কমিটি গঠনের আদেশের কপি ২. কমিটি গঠনের জন্য প্রস্তাবিত ০৩ জন শিক্ষকের নামের তালিকা (নির্ধারিত ছকে)পূরণপূর্বক আবেদনপত্র অত্র কার্যালয়ে জমাদান। | প্রস্তাবিত ০৩ জন শিক্ষকের মধ্যে থেকে যোগ্য ০১ জন শিক্ষককে মনোনীত করা। | ০২ কর্মদিবসের মধ্যে |
০৫ | শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষিত তহবিল ভাংগানোর আবেদন অগ্রায়ণ | ১.কমিটির রেজুলেশন 2. সঞ্চয়পত্রের ফটোকপিসহ জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | সকল কাগজপত্রাদি যাচাই করে সঠিক হলে আবেদন উপপরিচালক, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ মহোদয় বরাবর প্রেরণ করা। | ০২ কর্মদিবসের মধ্যে |
০৬ | কমিটি বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিল পাশ করা | ১. বিলের কপি ২. বিগত কমিটির পত্র ৩. এমপিও ৪. ইউএসইও এর প্রত্যয়ন ৫. পূর্ববর্তী মাসের বিলের কপিসহ আবেদনপত্র জেলা শিক্ষা অফিসে জমাদান। | সকল কাগজপত্রাদি যাচাই করে বিলে প্রতিস্বাক্ষর করা। | ০৩ কর্মদিবসের মধ্যে |
০৭ | বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ | বরাদ্দের কপি অত্র কার্যালয়ে জমাদান। | বরাদ্দের কপি অনুযায়ী পাঠ্যপুস্তক বিতরণ করা। | জাতীয় ভাবে নির্ধারিত সময়সূচী মোতাবেক |
০৮ | বিভিন্ন বিষয়ে অভিযোগের নিষ্পত্তি/তদন্ত প্রতিবেদন প্রেরণ | অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র অত্র কার্যালয়ে জমাদান। | নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন প্রেরণ | ৩০ কর্মদিবসের মধ্যে |
০৯ | প্রাথমিক বৃত্তি স্থানান্তর আদেশ | ১. বিদ্যালয়ের ছাড়পত্র ২. বৃত্তির গেজেট ৩. নন-ড্রয়াল সনদপত্রসহ (হিসাব রক্ষণ অফিসার কর্তৃক) সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অত্র কার্যালয়ে আবেদনপত্র প্রেরণ। | সকল কাগজপত্রাদি যাচাই করে বৃত্তি স্থানান্তরের আদেশ জারী। | ০৩ কর্মদিবস |
১০ | প্রাথমিক বৃত্তির বিলে প্রতিস্বাক্ষর | নির্ধারিত বিল ফরমে বৃত্তির বিল তৈরি করে জেলা শিক্ষা অফিসে জমাদান। | প্রাপ্যতা যাচাই করে বিলে প্রতিস্বাক্ষর | ০১ কর্মদিবস |
ক্রমিক নং | প্রদেয় সেবার বিবরণ | সেবা গ্রহীতার করণীয় | সেবা প্রদানকারীর করণীয় | কার্যসম্পাদনের সময়সীমা |
১১ | শিক্ষকদের টাইমস্কেল, উচ্চতরস্কেল, বিএডস্কেল প্রদানের আবেদন অগ্রায়ণ | ১. স্কেল পরিবর্তন সংক্রান্ত ছক ছবিসহ ২. সংশোধনী ফরম ৩. শিক্ষক/কর্মচারী বিবরণ ৪. পত্রিকার বিজ্ঞপ্তির কপি ৫. নির্বাচনী পরীক্ষার (লিখিত ও মৌখিক) ফলাফল সীটের কপি ৬. সবশেষ বিলের কপি ৭. সবশেষ এমপিও আদেশের কপি ৮. ০৮ (আট) বছর পূর্বের এমপিও কপি ৯. কমিটির কপি ১০. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ১১. স্কেল প্রদানের বিষয়ের রেজুলেশন কপি ১২. পূর্ববর্তী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদের কপি ১৩. বিমুক্ত পত্রের কপি ১৪. বিভাগ/বিষয়/শাখা/শিফট খোলার অনুমতিপত্রের কপিসহ জেলা শিক্ষা অফিসে জমাদান।
| সকল কাগজপত্রাদি যাচাই বাছাই করে মহাপরিচালক, মাউশি, ঢাকা মহোদয় বরাবর প্রেরণ করা। | ০৫ কর্মদিবসের মধ্যে |
১২ | অডিট আপত্তির ব্রডসীট জবাব মন্তব্যসহ অগ্রায়ণ | ১. প্রতিষ্ঠান প্রধানের মন্তব্যসহ ব্রডশীট জবাব (২ প্রস্থ) ২. অডিট প্রতিবেদন ৩. জবাব সংশ্লিষ্ট প্রমাণপত্রসহ জেলা শিক্ষা অফিসে আবেদন জমা দিতে হবে। | সকল কাগজপত্রাদি যাচাই বাছাই করে মহাপরিচালক, মাউশি, ঢাকা মহোদয় বরাবর প্রেরণ করা। | ০৭ কর্মদিবসের মধ্যে |
১৩ | মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান | নির্ধারিত ছকে আবেদন তথ্য প্রদানকারী কর্মকর্তার নিকট জমা দিতে হবে। | তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান | প্রতি কর্মদিবসে, ২ ঘন্টার মধ্যে |
১৪ | শিক্ষক নিবন্ধন সনদ বিতরণ | ১. পরীক্ষার মূল প্রবেশপত্র ২. সকল একাডেমিক সনদের মূলকপিসহ নিজে উপস্থিত থাকা অথবা অথরাইজ ব্যক্তি উপস্থিত থাকা। | সকল বিষয় সঠিক হলে সনদপত্র বিতরণ করা। | প্রতি কর্মদিবসে, ২ ঘন্টার মধ্যে |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস